B2B Platform অনেক গুরুত্বপূর্ণ একটি ছোট ব্যবসার বিকাশের জন্য। বাংলাদেশে তেমন কোন b2b Platform নেই যে কারণে অনেকেই ব্যবসা করার কথা চিন্তা করলেও করতে পারছে না। বিশ্বের সবচেয়ে বড় b2b Platform হলো Alibaba কিন্তু বাংলাদেশ থেকে আলিবাবা এর পন্য কিনতে হলে dollar supported credit বা debit card দরকার। যেটা সাধারণ মানুষের কাছে থাকে না। এর কারণ এ বাংলাদেশ থেকে dropshipping করে ডলার ইনকাম করা সম্ভব হচ্ছে না।
যাই হোক আপনি বাংলাদেশর কিছু b2b platfrom ব্যাবহার করতে পারেন আপনার ব্যাবসার জন্য। এগুলো হলো _
1.paikaree.com.bd
এটা একটা ভালো platfrom ছোট বিজনেস আর জন্য। আপনি এখান থেকে পন্য কিনে বিক্রি করতে পারেন
2.Wholesalecart
এটাও একটা ভালো পাইকারি ই কমার্স plartfrom এখান থেকে পন্য কিনে ব্যবসা করতে পারবে।
3.Nextdropshipping
এখান থেকে পন্য কিনে ব্যবসা করতে পারবে বা আপনি dropshipping করতে পারেন।
Dhaka Stock Exchange এ invest করতে হলে ভালো কিছু কম্পানি তে invest করতে পারেন যা আপনাকে
Profit দিতে পাড়ে । সর্বপ্রথম বলে রাখি আপনি যখন Invest করছেন তখন আপনার টাকা ঝুকির মধ্যে আছে । এখানে শুধু কিছু ভালো স্টক এর লিস্ট করা হইছে। আপনার লোকসান হোলে আমরা দ্বয়ী নয়।
1. Olympic Industries ltd
এটা অনেক ভালো একটা স্টক । এই কম্পানি per year 10 টাকা লাভ দেই। Long tarm বা treading এর জন্য এই কম্পানির স্টক অনেক ভালো। এই কম্পানির মূল পণ্য হোলো বিস্কিট।
2. Bangas Ltd
এই কম্পানির মূল পণ্য ও হোলো বিস্কিট।Long tarm বা treading এর জন্য এই কম্পানির স্টক অনেক ভালো।
3. Bata Shoe Company Ltd
এটা DSE এর অন্যতম ভালো একটা স্টক । আপনি যদি Treading করতে চান DSE তে তাহলে এটা অনেক ভালো একটা স্টক আপনার জন্য ।
Stock market এ invest করতে হলে প্রথম এ আপনার এই market সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে।
এর জন্য আপনি Stock Market সম্পর্কে অনেক বই পরতে পারেন । এগুলোর মধ্যে উন্নতম বই হোলো
The Intelligence Investor
এটা স্টক মার্কেট সম্পর্কে অনেক ভালো একটা বই।
এটা বলা যায় যে স্টক মার্কেট থেকে যদি income করতে হয় তাহলে প্রথম আপনাকে স্টক মার্কেট জানতে হবে তাহলে আপনি স্টক মার্কেট থেকে income করতে পারেন।
আমরা সকল এ মনে করি যে DSE থেকে টাকা কামানো সম্ভব না কিন্তু Dhaka Stock Exchange থেকে টাকা কামানো সম্ভব।
বর্তমান সময় DSE এর অবস্থা অনেক খারাপ। সকল স্টক প্রাই Value কমেছে কিন্তু এর মাঝেও কিছু কম্পানি আছে যার স্টক valu অনেক বেড়েছে । এই কম্পানি এর মধ্যে রয়েছে -
Beach Hatchery Ltd
এটা অনেক ভালো একটা স্টক । এই স্টক এর value সবসময়ই বেড়েছে বর্তমান এই স্টক এর value হোলো - 74.80 টাকা ।
যা পূর্বের স্টক price এর থেকে অনেক বেশি।
বাংলাদেশের অধিকাংশ মানুষই অনলাইন কেনাকাটায় স্ক্যম এর শিকার হওয়ার কারণে বিশ্বস্ত ই কমার্স কম্পানির খোঁজ করেন।
আজকে বাংলাদেশের সবথেকে বড় কিছু ই কমার্স সাইট এর কথা বলব যেখান থেকে আপনি পন্য কিনতে পারেন।
1. Daraz
দালাল বাংলাদেশের অন্যতম বড় ই কমার্স সাইট। আপনি আপনার পন্য দালাল থেকে কিনতে পারেন। এবং পন্য কেনার আগে seller এর details দেখে নিবেন যাতে আপনি না ঠকেন। দারাজ এখন সেলারদের স্ক্যম এর ব্যাপারে অনেক সতর্ক কনো সেরার কাস্টমারকে ঠকালে তার বিরুদ্ধে দারাজের অবস্থা অনেকটা শক্ত। আর আপনি দারাজ থেকে পন্য কিনে ঠকলে রিফান্ড করুন এতে করে আপনি টাকা ফেরত পাবেন।
2.Rokomari
রকমারি বাংলাদেশের অন্যতম বড় ই কমার্স সাইট। আপনি এখান থেকে পন্য কিনতে পারেন। এখানে থেকে পন্য কিনে কাস্টমার ঠকানোর বল্লেই চলে। রকমারি এখন বই এর পাশাপাশি অনেক পন্য বিক্রি করে।
আমরা ই কমার্স বিজনেস এর সাথে পরিচিত হলেও বাংলাদেশের অধিকাংশ ই কমার্স কোম্পানিই এখনো লাভবান হয় নি। এর কারণ হতে পারে বাংলাদেশের মানুষের মনোভাব। বাংলাদেশের অধিকাংশ মানুষই অনলাইন কেনাকাটার বিষয়ে জানে না এবং জানতে চাই না।
বাংলাদেশের যে সমস্ত ব্যক্তি বা মানুষ ই কমার্স কেনাকাটার বিষয়ে জানে এবং ই কমার্স এ লেনদেন করে। তারাও ই কমার্স কেনাকাটা করতে পছন্দ করে না। এর কারণ হলো অতিরিক্ত ই কমার্স স্ক্যম। বাংলাদেশের অনেক ই কমার্স বিজনেস আগে ছিল কিন্তু স্ক্যম করার ফলে বিজনেস গুলো বাংলাদেশে সরকার বন্ধ করে দিয়েছে। পরপর বেশ কিছু বার এ রকম স্ক্যম এর শিকার হওয়ার কারণে কোনো বাংলাদেশি অনলাইনে কেনাকাটা করতে আগ্রহী না । বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স কম্পানি হলো Daraz কিন্তু দারাজ এর সেলারদের ঠকানোর মনোভাব থাকার কারণে দারাজ এও অনেক পন্য কিনে বকছেন।
এরকম স্ক্যম এর কারণে বাংলাদেশ ই কমার্স বিজনেস করা অনেক কঠিন।