B2B Platform অনেক গুরুত্বপূর্ণ একটি ছোট ব্যবসার বিকাশের জন্য। বাংলাদেশে তেমন কোন b2b Platform নেই যে কারণে অনেকেই ব্যবসা করার কথা চিন্তা করলেও করতে পারছে না। বিশ্বের সবচেয়ে বড় b2b Platform হলো Alibaba কিন্তু বাংলাদেশ থেকে আলিবাবা এর পন্য কিনতে হলে dollar supported credit বা debit card দরকার। যেটা সাধারণ মানুষের কাছে থাকে না। এর কারণ এ বাংলাদেশ থেকে dropshipping করে ডলার ইনকাম করা সম্ভব হচ্ছে না।
যাই হোক আপনি বাংলাদেশর কিছু b2b platfrom ব্যাবহার করতে পারেন আপনার ব্যাবসার জন্য। এগুলো হলো _
1.paikaree.com.bd
এটা একটা ভালো platfrom ছোট বিজনেস আর জন্য। আপনি এখান থেকে পন্য কিনে বিক্রি করতে পারেন
2.Wholesalecart
এটাও একটা ভালো পাইকারি ই কমার্স plartfrom এখান থেকে পন্য কিনে ব্যবসা করতে পারবে।
3.Nextdropshipping
এখান থেকে পন্য কিনে ব্যবসা করতে পারবে বা আপনি dropshipping করতে পারেন।