বাংলাদেশ থেকে অনলাইন এ income করা যাই কিভাবে।
আমরা প্রাই শুনি যে freelancing করে সকল এ টাকা income কড়ছে এটা শুনার পর সকল এ online এ টাকা কামানোর কথা চিন্তা করি। কিন্তু বাস্তব এ আপনি এটাকে যত সহজ মনে করছেন এটা তত সহজ না । আমি বলসি না আপনি online এ income করতে পারবেন না। আমি আপনাদের একটা কথা বলি । আপনেরা আনেক এ youtube এ ভিডিও দেখে freelancing করার কথা চিন্তা করছেন। কিন্তু আপনি যদি freelancing করতে চান তাহলে আপনি প্রথম কাজটা ভালো করে শিখুন । আর অনেক ভই চিন্তা করছেন কাজ ছেরে দিয়ে freelancing করার। এটা কখন ও করবেন না কারন freelancing বা outsourcing করে প্রথম মাস এ আপনি টাকা income করতে পারবেন না ।
আপনার income শুরু হতে পারে ৫,৬,৭ কিম্বা এর অনেক পরের মাস থেকে। আপনি যদি Online এ income করতে চান । এবং বর্তমান কোন কাজ/job করছেন তাহলে job এর পাশাপাশি freelancing করতে পারেন। কন্তু হুট করে job ছাড়বেন না । আর job ছারলেও backup plane রেডি রাখবেন।