আমরা ই কমার্স বিজনেস এর সাথে পরিচিত হলেও বাংলাদেশের অধিকাংশ ই কমার্স কোম্পানিই এখনো লাভবান হয় নি। এর কারণ হতে পারে বাংলাদেশের মানুষের মনোভাব। বাংলাদেশের অধিকাংশ মানুষই অনলাইন কেনাকাটার বিষয়ে জানে না এবং জানতে চাই না।
বাংলাদেশের যে সমস্ত ব্যক্তি বা মানুষ ই কমার্স কেনাকাটার বিষয়ে জানে এবং ই কমার্স এ লেনদেন করে। তারাও ই কমার্স কেনাকাটা করতে পছন্দ করে না। এর কারণ হলো অতিরিক্ত ই কমার্স স্ক্যম। বাংলাদেশের অনেক ই কমার্স বিজনেস আগে ছিল কিন্তু স্ক্যম করার ফলে বিজনেস গুলো বাংলাদেশে সরকার বন্ধ করে দিয়েছে। পরপর বেশ কিছু বার এ রকম স্ক্যম এর শিকার হওয়ার কারণে কোনো বাংলাদেশি অনলাইনে কেনাকাটা করতে আগ্রহী না । বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স কম্পানি হলো Daraz কিন্তু দারাজ এর সেলারদের ঠকানোর মনোভাব থাকার কারণে দারাজ এও অনেক পন্য কিনে বকছেন।
এরকম স্ক্যম এর কারণে বাংলাদেশ ই কমার্স বিজনেস করা অনেক কঠিন।