إظهار الرسائل ذات التسميات Free website making. إظهار كافة الرسائل
إظهار الرسائل ذات التسميات Free website making. إظهار كافة الرسائل
বর্তমান সময়ে ওয়েবসাইটে বানানো খুব একটা বড় বিষয় নয়। যে কেউ চাইলে একটা ওয়েবসাইট বানাতে পারে।আপনিও একটা ওয়েবসাইট বানাতে পারেন। ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হবে সেটা বলার আগে আপনার চিন্তা করতে হবে যে আপনি কেমন ওয়েবসাইট বানাতে চান। আপনি যদি ব্লগিং করার জন্য ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনি Blogger বেছে নিতে পারেন এখানে আপনার ওয়েব সাইট তৈরি হবে সম্পূর্ন বিনামূল্যে এর জন্য আপনার দরকার হবে শুধু একটা গুগল একাউন্ট এর।
আপনি যদি প্রোফেশনাল ওয়েব সাইট তৈরি করতে চান তাহলে আপনি domain and hosting ব্যবহার করে ওয়েবসাইট বানাতে পারেন। এখানে আপনার hosting এর cpanel এ WordPress install করে নিজের পছন্দের থিম দিয়ে ওয়বসাইট বানাতে পারেন।
কোন ওয়েব সাইট এর খরচ কেমন।
আপনি যদি WordPress website বানাতে চান তাহলে একটা .com domain এর খরচ পরতে পারে 800 টাকার কাছাকাছি এক বছরের জন্য। এবং hosting এর খরচ পরতে পারে 350 টাকা প্রত্যেক মাসে।
সবশেষে বলতে পারি যে একটা ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হবে সেটা নির্ভর করে কত টাকার hosting দিয়ে আপনি ওয়েব সাইট বানাবেন।
এমনি যে একটা ওয়েবসাই বানাতে 1100 টাকা খরচ হতে পারে এক মাসের জন্য। এবং 4000 টাকা খরচ হতে পারে এক বছরের জন্য।